ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত: ২৩:২৭, ২১ জানুয়ারি ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ, আতঙ্কে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া ॥ উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ বেড়েই চলেছে। ফলে ক্যাম্পে বসবাসকারীদের বড় অংশ ভয়ভীতিতে দিন কাটাচ্ছেন। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার হওয়া রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ তার ভাই শাহ আলীকে যে উদ্দেশে ক্যাম্পে পাঠিয়েছিল, তা পূরণ হয়নি। বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এপিবিএন পুুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্য ছিল যে, ওই এলাকায় কিছু দুষ্কৃতকারী অবস্থান নিয়েছে এবং তারা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের অঘটন ঘটাতে পারে। পরে ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করে তার অবস্থান শনাক্ত করার পর শাহ আলীকে আটক করা হয়। এ সময় সাদিকুল নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি জানান, তাকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং টাকা দাবি করা হয়েছিল। পুলিশ জানায়, গত চার বছরে কক্সবাজারে বিভিন্ন অপরাধে হাজারখানেক মামলায় আড়াই হাজারের বেশি রোহিঙ্গাকে আসামি করা হয়েছে। র‌্যাবের দেয়া তথ্য মতে, ২০১৯ সালের শুরু থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কক্সবাজারের সীমান্ত ক্যাম্পসহ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ১৪৮টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৫শ’ গোলাবারুদও পাওয়া গেছে। এসব আগ্নেয়াস্ত্রসহ অর্ধশতাধিক রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। যাদের বেশিরভাগই ক্যাম্পে আশ্রিত। এ বিষয়ে কক্সবাজারের র‌্যাব-১৫ সূত্র জানায়, ক্যাম্পে অস্ত্রধারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেটি বলা যাবে না।
×