স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সুপ্রীমকোর্টে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি এস এম মাহমুদ সেতুর খালাস চেয়ে হাইকোর্টে আপীল আবেদন করা হয়েছে। ফরিদপুরের জমিদার ঈষান চন্দ্র সরকারের অর্পিত সম্পত্তি আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন তদন্ত করতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দুদককে আগামী তিন মাসের মধ্যে তদন্তের অগ্রগতি আদালতকে জানাতে বলা হয়েছে। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত এসব সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সুপ্রীমকোর্টে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপীল বিভাগে এ কার্যক্রম শুরু হয়। আর হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এর আগে গত মঙ্গলবার আপীল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে এ বিষয়ে পৃথক স্মারক দিয়েছেন সুপ্রীমকোর্ট প্রশাসন।