নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ বুধবার ভোরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর হাঁটুরিয়া গ্রামের দশম শ্রেণির এক মাদ্রাসার শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ হেলাল ঢালী(২২) নামে এক যুবককে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। আটককৃত হেলাল ঢালী একই গ্রামের মোঃ মাইনুদ্দিন ঢালীর ছেলে।
ভিকটিমের মা মোসাঃ জায়েদা খানম বাদী হয়ে ১৮ জানুয়ারি হেলাল ঢালীকে আসামী করে গোসাইরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, উত্তর হাঁটুরিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে হাঁটুরিয়া খলিলুর রহমান ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী। একই গ্রামের মোঃ হেলাল ঢালী ৩ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং মাঝে মধ্যেই ধর্ষণ করে আসছে।
সর্বশেষ ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টায় মোঃ হেলাল ঢালী ওই গ্রামের একটি টিনের বসতঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। ভিকটিম বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে একাধিকবার ধর্ষণ করে। ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টায় আমার বাড়ি থেকে বিয়ের কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তিনদিন আটকে রাখে এবং অবশেষে আমাকে বিয়ে করতে অস্বীকার করে ১৭ জানুয়ারি আমার বাড়িতে রেখে সে পালিয়ে যায়।
গোসাইরহাট থানার ওসি (তদন্ত) মোঃ আবু বকর বলেন, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে এবং মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।