ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের কোচ হচ্ছেন বার্সা একাডেমির ক্যাবরেরা

প্রকাশিত: ২১:৫১, ৮ জানুয়ারি ২০২২

জাতীয় দলের কোচ হচ্ছেন বার্সা একাডেমির ক্যাবরেরা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় তিন মাস পর পূর্ণমেয়াদী কোচ পাচ্ছে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন স্প্যানিশ প্রো-লাইসেন্সধারী কোচ জাভিয়ের ক্যাবরেরা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একাডেমির সাবেক এই কোচকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের একটি সূত্রে জানা গেছে আপাতত এক বছরের চুক্তি হবে ৩৭ বছর বয়সী এই কোচের সঙ্গে। জানুয়ারির ফিফা উইন্ডোতেই বাংলাদেশের ডাগআউটে দেখা যাবে ক্যাবরেরাকে। জামাল-তপুদের দায়িত্ব নিতে আগামী সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। কাতালুনিয়ায় অবস্থিত একাডেমি নয়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন ক্যাবরেরা। সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করছিলেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির। এছাড়া দুই বছরের অধিক সময় ধরে তিনি লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও দায়িত্বরত ছিলেন। সে সময় লা লিগার স্কুল ফুটবল কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বিভিন্ন স্কুলের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ফুটবলীয় জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি। ক্যাবরেরা এর আগে ২০১৩-২০১৫ অবধি ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ক্লাবটির একাডেমির বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ফুটবলীয় দীক্ষা দিয়েছেন। ফুটবল এনালিস্ট হিসেবেও তার খ্যাতি রয়েছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘ওপ্টা স্পোর্টস’-এর বিশেষজ্ঞ এনালিস্ট হিসেবে কাজ করেছেন টানা ছয় বছর। ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপন ও বিপণন বিষয়ের ওপর ব্যাচেলর ডিগ্রী রয়েছে তার।
×