ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা বিশ্বে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন ॥ মোমেন

প্রকাশিত: ০১:২৪, ৪ ডিসেম্বর ২০২১

শেখ হাসিনা বিশ্বে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এই দেশ বা এই অঞ্চল নয়, তিনি সারা বিশ্বেই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। এ কারণে তিনি অন্যতম শান্তির চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পেয়েছেন। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সম্মানে দেয়া নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মোমেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। আমরা বিশ্বাস করি সবার বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা শান্তি ও উন্নয়নকেই প্রাধান্য দিয়ে থাকি। অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন।
×