ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমদানি ব্যয় কমাতে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

প্রকাশিত: ২২:৪৭, ৩০ নভেম্বর ২০২১

আমদানি ব্যয় কমাতে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে ডলারের মূল্য নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশ ব্যাংক গবর্নর ফজলে কবিরের প্রতি আহ্বান জানিয়েছেন। গত রবিবার এক চিঠির মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন চেম্বার সভাপতি। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের অত্যধিক মূল্য বৃদ্ধি পেয়েছে। গত এক মাসের চেয়ে বেশি সময় ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্য ৮৫ টাকা ৮৫ পয়সা হলেও ব্যাংকগুলোতে ৮৭ টাকা ৩০ পয়সা পর্যন্ত ডলার লেনদেন হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও তফসিলী ব্যাংকগুলোর মধ্যে ডলারের দামের পার্থক্য প্রায় ২ টাকা। ফলে আমদানিকারকদের অতিরিক্ত টাকা পরিশোধ করতে হচ্ছে। খোলা বাজারে ডলারের দাম ৯৩ টাকা অতিক্রম করেছে। এই অবস্থায় বিভিন্ন শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমদানিকারকরা।
×