ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উড়ন্ত সসার কি ভিনগ্রহের প্রাণীদের যান- তদন্তে নামছে পেন্টাগন

প্রকাশিত: ২১:২৭, ২৬ নভেম্বর ২০২১

উড়ন্ত সসার কি ভিনগ্রহের প্রাণীদের যান- তদন্তে নামছে পেন্টাগন

সেগুলো কি ভিন্গ্রহীদের যান? নাকি কোন শত্রু দেশের সেনাবাহিনীর আকাশ থেকে গোপন নজরদারি? ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস’ (ইউএফও অথবা উড়ন্ত সসার) নামে যাদের পরিচিতি বিশ্বজুড়ে, সেগুলো আদতে কি? কাদের বানানো? কি দিয়ে বানানো সেই সব উড়ন্ত চাকি? কোথা থেকে আসে সেগুলো? কোথায়ই বা উধাও হয়ে যায়? সেগুলো কি সত্যি সত্যিই ভিন্গ্রহীদের? নাকি অন্য কোন দেশের সামরিক বাহিনী বা গোয়েন্দাদের? সেই রহস্যের জট খুলতেই এবার কোমর বেঁধে নামছে আমেরিকার প্রতিরক্ষা দফতর। এ ব্যাপারে পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক তদন্তের জন্য পেন্টাগন নতুন একটি কার্যালয় খোলার কথা ঘোষণা করেছে বুধবার। যার নাম ‘এয়ারবোর্ন অবজেক্ট আইডেন্টিফিকেশান এ্যান্ড ম্যানেজমেন্ট সিনক্রোনাইজেশন গ্রুপ’। মঙ্গলবারই নতুন করে এই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা দফতরের উপ-সচিব (ডেপুটি সেক্রেটারি) ক্যাথলিন হিক্স।আমেরিকার নৌ ও বিমানবাহিনীর পাইলটরা গত দু’দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার আকাশে এই ধরনের বহু উড়ন্ত চাকি দেখতে পাওয়ার ঘটনার কথা জানান কর্তৃপক্ষকে। এদের মধ্যে অন্তত ১২০টি ঘটনার কথা নথিবদ্ধ করে পেন্টাগন। সেই সব ঘটনায় উড়ন্ত চাকিগুলোকে কিভাবে দেখা গিয়েছিল, তার ছবিও জমা পড়ে পেন্টাগনে। সেই সময়েই এ ব্যাপারে তদন্তের দাবি ওঠে। যার প্রেক্ষিতে উড়ন্ত সসার নিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে পেন্টাগন। এ বছরের জুনে যার রিপোর্ট প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। কিন্তু সেই রিপোর্ট এ ব্যাপারে কোন স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। - ইয়াহু নিউজ।
×