ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিদস্যুদের কালো থাবা ॥ মনখালী খাল দখলের প্রতিযোগিতা

প্রকাশিত: ১৭:৫২, ৫ অক্টোবর ২০২১

ভূমিদস্যুদের কালো থাবা ॥ মনখালী খাল দখলের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার জালিয়াপালং মনখালী খাল প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে চলে গেছে। তারা খালে বাঁধ দিয়ে মাটি ভরাট করে চাষের জমি তৈরী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং বনবিটের জমির উপর দিয়ে বয়ে যাওয়া নদীটি মনখালী খাল বলে পরিচিত। প্রাচীন খালটি দখলের কারণে আশপাশের বসবাস কারীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে ওইসব বসতি পানিতে তলিয়ে যায়। প্রাণহানির আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা জানান, খাল দখলদারদের সবাই প্রভাবশালী। প্রভাব খাটিয়ে তারা বিভিন্নভাবে বাঁধ দিয়ে জবরদখল করছে। দখলদারদের মধ্যে টেকনাফ বাহারছড়া শামলাপুরের শামশুল আলম প্রকাশ তুয়ান মাঝি ও নুরুল ইসলাম নেতৃত্ব দিয়ে চলেছেন। খালের যেখানেই পানি কমেছে, সেখানেই বাঁধ দেয়া হয়েছে। খালে বাঁধ দিয়ে চাষের জমি বানাচ্ছে ভূমিদস্যুরা। খাল দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ টু-শব্দও করতে পারেন না বলে জানিয়েছেন অনেকে। এই বাঁধের কারণে বর্ষার মৌসুমে আশপাশের বসবাস কারীদের বাড়ীঘর পানিতে তলিয়ে যায়। বাইরে পাহাড়ে উঁচু জায়গায় গিয়ে রান্নার কাজ সারতে হয়। জোয়ারের পানিতে গত বর্ষায় অনেক বাগান নষ্ট হয়ে গেছে। ভূমিদস্যুদের হাত থেকে খালটি বাঁচাতে স্থানীয়রা জোর দাবী জানিয়েছেন।
×