আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় তথ্য কমিশনের উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে প্রতœতত্ত¡ ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন পিএএ। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে রচিত সংবিধানের ৩৯ ধারায় মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। সেই আলোকেই পরে তথ্য অধিকার আইন করা হয় এবং তথ্য কমিশন গঠন করা হয়। জাতির পিতা শুধু বাংলাদেশ রচনা করে গেছেন তা নয়, তিনি আমাদের এমন একটি সংবিধান দিয়ে গেছেন যে সংবিধানে জনগণকে রাষ্ট্রের মালিকানা দেয়া হয়েছে।’ –বিজ্ঞপ্তি