ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একদিনে লাখপতি টেকনাফের জেলে আইয়ুব

প্রকাশিত: ১২:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২১

একদিনে লাখপতি টেকনাফের জেলে আইয়ুব

সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফের সেন্টমার্টিন চ্যানেলে এক জেলের জালে ১৯৮টি লাল কোরাল আটকা পড়েছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩ থেকে ৪ কেজি। ১৫ মণ ওজনের মাছগুলো প্রতিমণ ২০ হাজার টাকা দামে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো: ছাব্বির আহমদ। উপজেলার শাহপরীর দ্বীপের মৌলভী মো: আইয়ুবের মালিকানাধীন ট্রলারের মাছ ধরার জালে এসব মাছ ধরা পড়ে। বুধবার ট্রলারভর্তি মাছ নিয়ে এফ বি রিয়াজ নামে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন। ট্রলার মালিক মো: আইয়ুব বলেন, মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে প্রতিদিনের মত মাছ শিকারের জন্য জাল ফেলে। জাল টেনে তুলতে গিয়ে দেখে লাল কোরালের ঝাঁক। ওজন দিয়ে দেখা যায় ১৫ মণ মাছ- যা ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়ার খবর পেয়েছি।
×