ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইথিওপিয়ায় সামরিক বিমান হামলায় নিহত ৮০

প্রকাশিত: ০০:৩৫, ২৪ জুন ২০২১

ইথিওপিয়ায় সামরিক বিমান হামলায় নিহত ৮০

জনকণ্ঠ ডেস্ক ॥ ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে বিমান হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তোগোগা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক বাহিনীর বিমান স্থানীয় বাজারে বোমা হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। টাইগ্রে অঞ্চলে নতুন করে আরও হামলার ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। খবর আলজাজিরা অনলাইনের। মঙ্গলবার স্থানীয় একটি বাজারে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা বিমানটি দেখিনি। যখন বোমা বিস্ফোরণ হয় যে যার মতো দৌড়ে নিরাপদ স্থানে চলে যাই। কিছুক্ষণ পর ফিরে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করি’। দুই চিকিৎসক বার্তা সংস্থা এপিকে জানান, ‘আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজন নিহত হয়েছে, তবে সংখ্যাটা ৮০ জনের বেশি হবে’। হামলার ঘটনায় ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র গেতনেত আদানে বলেন, ‘বিমান হামলা খুবই সাধারণ একটি সামরিক কৌশল। তবে সরকারী বাহিনী সেখানে কোন বেসামরিক নিরস্ত্র মানুষকে লক্ষ্য করে কিছু করেনি।’ কিন্তু আহতদের হাসপাতালে নেয়ার চেষ্টা করলে বাধা দেয় সামরিক বাহিনীর সদস্যরা। এই অভিযোগ অস্বীকার করে গেতনেত আদানে আরও বলেন, সামরিক বাহিনী কোন সড়ক অবরোধ করেনি। হাসপাতালে রোগীদের চাপে দিশেহারা চিকিৎসকরা। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির অভাবে অনেককেই সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এতে মৃতের সংখ্যা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে বিবদমান পক্ষগুলোর মধ্যে সংঘাতের কারণে টাইগ্রে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে।
×