ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিতা-পুত্র হত্যার জের

৫৬ পরিবার সাত মাস বাড়িছাড়া

প্রকাশিত: ২১:০৯, ৫ মে ২০২১

৫৬ পরিবার সাত মাস বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ মে ॥ খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষে পিতা-পুত্র নিহতের মামলায় আসামি পক্ষের ৫৬ পরিবার ৭ মাসেও বাড়ি ফিরতে পারেনি। হত্যাকা-ের পর ১ মুক্তিযোদ্ধাসহ ৫৬ পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, উচ্ছেদকৃতদের কোটি কোটি টাকার সম্পদ লুটে নেয়া হয়েছে। ৭ মাস ধরে এসব পরিবারের জীবন জীবিকায় নেমে এসেছে মারাত্মক অচলাবস্থা। এ ঘটনাটি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসবেলাই গ্রামে ঘটেছে। জানা যায়, ২০২০ সালের ১৪ অক্টোবর উপজেলার দাসবেলাই গ্রামে সরকারী খাসপুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়। নিহতের স্ত্রী শিউলি বেগম ১৮ জনের নামে থানায় মামলা দায়ের করেন। ভাঙ্গুড়া থানা পুলিশ প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে। এরপর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ সকল আসামি আত্মসমর্পণ করার পর ৪ জন ছাড়া সকলকে আদালত জামিন দেয়। কিন্তু বাদী পক্ষের কিছু আত্মীয় এ হত্যা মামলাকে পুঁজি করে আসামিদের পবিরারের নারী ও শিশুসহ সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে বাপ-দাদার পৈত্রিক ভিটা ছাড়তে বাধ্য করেন। এ সুযোগে গ্রামের মিরাজের পুত্র মোঃ আমজাদ হোসেন ও আজাহার আলীর পুত্র মোঃ লিটনের নেতৃতে মোসলেমের ছেলে আব্দুল গফুর, মিরাজের ছেলে ফরজ, মতলেবের ছেলে মজনু, আব্দুল হামিদের ছেলে ইউনুছ গং সজনদের আসামি পক্ষের ৫৬ পরিবারের ঘরে থাকা নগদ টাকা, সোনা, রুপা, ধান, চাল, পাট, সরিষা, আসবাবপত্র, দরজা জানালা পর্যন্ত লুটে নেয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, ও খানমরিচ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান উপস্থিত থেকে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে তাদের বাড়ি ঘরে নিয়ে আসার চেষ্টা করেও পারেননি।
×