ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে চকরিয়ায় হেফাজত কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৬:৩৪, ৪ মে ২০২১

ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে চকরিয়ায় হেফাজত কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ হেফাজত নেতা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানোর দায়ে কক্সবাজারের তরুণ ইউটিউবার আলম নুরকে আটক করেছে পুলিশ। নিজের ফেজবুক আইডি এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে আলম নুর হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নানা রকম মিথ্যে তথ্য সম্বলিত ভিডিও আপলোড এবং সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে আসছিল। তার ব্যবহৃত ফেইজবুক আইডি এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে দেখা যায় তিনি তার ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করেছেন তার সবগুলোই সরকার বিরোধী নানাবিধ ইস্যু। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন পোষ্ট, উস্কানিমূলক বক্তব্য ও প্রোপাগন্ডা ছড়ানোর মত ভিডিও। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইজবুক, ইউটিউব ও টিকটক) এ গুজব ছড়ানোর দায়ে চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে আটক করে। ধৃত আলম নুর (২০) চকরিয়া খুটাখালি এলাকার শামসুল আলম বৈদ্যর পুত্র।
×