ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুয়েজ করিম

নভোচারী মন

প্রকাশিত: ২০:১৫, ৯ এপ্রিল ২০২১

নভোচারী মন

নেপচুনের কক্ষপথে- জানি তুমি দূরে, বহু দূরে ইন্দ্রপুরী ছেড়ে, উত্তপ্ত নক্ষত্রালোকে তবু আমার নভোচারী মন সংগোপনে খুঁজে পায় তোমার হৃদয় সৌরজগৎ; যদি ফুটতে দাও অর্কিডের মতো নিটোল কোমল চিবুক স্পর্শে ঝুলে রবো বাবুই পাখির সিংহাসন শিল্পে আরো শুনাবো শিশিরের কণ্ঠে ফসলের কবিতা। কোন এক শ্যামল গোধূলি লগ্নে, বইবে বাউকুমটা বাতাস মেদুর দুর্বার মখমল শরীরে অলংকৃত হয় যদি দুজনের আসন ইউফ্রেটিসের পারে মুখোমুখি এক সিকি সময় হাস্নুহানার মাতাল গন্ধে, যৌবনবতী পূর্ণিমা রাতে। পৃথিবীর গোলাপগাছগুলো তখন উইল করে দেবো তোমাকে আলাদা খতিয়ানে।
×