ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দুনিয়া কাঁপানো ‘ভাইরাল নাচ’ নিয়ে মুখ খুললেন সেই বালক

প্রকাশিত: ০৮:৪২, ১২ জুলাই ২০২৫

দুনিয়া কাঁপানো ‘ভাইরাল নাচ’ নিয়ে মুখ খুললেন সেই বালক

ভাইরাল নাচ

 নৌকা বাইচের নৌকার ওপর দাঁড়িয়ে শরীর-হাত হেলে দুলে যাচ্ছে এক বালক। মাথায় থাকা কালো টুপি ও চোখের চশমা তার নাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভাইরাল হয়েছে এক ইন্দোনেশীয় বালকের নাচের ভিডিও। 

রায়ান অর্কন দিখা নামে সেই ভাইরাল বালকের সঙ্গে কথা বলেছে বিবিসি ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১০ জুলাই) সে বিবিসিকে বলেছে, “এই নাচ আমি আবিস্কার করেছি। এটি সতঃস্ফূর্ত নাচ ছিল।”

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রায়ান অর্কন এবারই প্রথম জাতীয় পাকু জালুর নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। সে নৌকায় ‘তোগাক লোয়ান’ হিসেবে অংশগ্রহণ করে। সামনের দিকে থাকা এই তোগাক লোয়ানের কাজ হলো নৌকায় থাকা সকলকে উজ্জীবিত করা।

আর সে যে পোশাকটি পরা ছিল সেটি ইন্দোনেশিয়ায় ‘তেলুক বেলাঙ্গা’ নামে পরিচিত। এটি তাদের ঐতিহ্যবাহী পোশাক।
রায়ান অর্কন যে নৌকাটির ওপর দাঁড়িয়ে ছিল সেটি অন্তত ১১ জন মিলে চালাচ্ছিল।

ভিডিও ভাইরাল হওয়ার পর রায়ানকে ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী রাজধানী জাকার্তায় ডেকে নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন কোম্পানির হয়ে বিজ্ঞাপনের কাজ করছে সে।

রায়ান অর্কনের মা জানিয়েছেন, তার ছেলেকে নিয়ে তিনি গর্বিত। তবে তার ভয় হয় ছেলে নৌকা থেকে পড়ে যায় কি না। এ নিয়ে ভয় থাকলেও তার বিশ্বাস যদি সে নৌকা থেকে পড়ে যায় তাহলে সে সাঁতরে ওঠে আসতে পারবে। কারণ সে বেশ ভালো সাঁতার পারে। এছাড়া সেখানে উদ্ধারকারীরাও থাকে।

সূত্র: বিবিসি

তাসমিম

আরো পড়ুন  

×