
সৌদি আরবের জেদ্দা
অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানে চড়েছিলেন এক যাত্রী। তার কাছে ছিল না কোনো পাসপোর্ট কিংবা ভিসা। কিন্তু তিনি পৌঁছে গেলেন সৌদি আরবের জেদ্দায়। ঘটনাটি পাকিস্তানের। দেশটির লাহোর থেকে করাচি যাওয়ার উদ্দেশ্যে অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানে চড়েছিলেন যাত্রী। করাচির বদলে ভুল করে জেদ্দায় পৌঁছান।
সম্প্রতি এমন তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি।
সাংবাদিকদেরকে ওই যাত্রী জানান, জেদ্দা বিমানবন্দরে পৌঁছানোর পর সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিছুক্ষণ তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করে, পরে ভুল বোঝাবুঝি পরিষ্কার হলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় লাহোরে।
তিনি বলেন, ‘এটা আমার ভুল ছিল না। এখন বিমান সংস্থারই উচিত আমাকে করাচি পৌঁছানোর ব্যবস্থা করা।’
তবে ওই যাত্রীকে নতুন করে করাচির টিকিট কিনতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বেসরকারি বিমান সংস্থাটি।
তাসমিম