ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নূরে আলম সিদ্দিকী শান্ত

শ্রেষ্ঠ বন্ধু

প্রকাশিত: ২০:৫৪, ৮ এপ্রিল ২০২১

শ্রেষ্ঠ বন্ধু

একটি ভাল বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। সঠিক এবং সত্য পথ দেখায়। ব্যক্তির হৃদয়ে জাগ্রত করে জীবনকে উপলব্ধি করার অসীম ক্ষমতা। যার ফলে সমাজ ও জগত সম্পর্কে ব্যক্তির জীবনদর্শনের পরিসীমা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। জীবনের জন্য বইয়ের গুরুত্ব কতটা তা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর এই কথাটিতেই বুঝা যায়, জীবনে তিনটি জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। চীনা প্রবাদে একটি কথা প্রচলিত আছে, একটি ভাল বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। বৃক্ষ যেমন সজীব এবং সতেজ। ঠিক তেমনিই ভাল বই ও সবুজের সজীবতায় পরিপূর্ণ। যা আমাদের জীবনে আরও অধিক প্রাণের সঞ্চার করে। আমাদের করে তুলে আরও বেশি উজ্জীবিত। বই সম্পর্কে ভিনসেন্ট স্টারেট বলেছেন, আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি। অর্থাৎ জীবনের আনন্দগুলো আমরা বই পড়ার মাধ্যমেও সংগ্রহ করতে পারি। বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে মানুষের হাতে হাতে মোবাইল ফোন, ঘরে ঘরে ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন সহ উন্নত নানা প্রযুক্তির ছড়াছড়ি। প্রযুক্তির এই অগ্রগতি নিঃসন্দেহে মানবজীবনের জন্য বড় মাইলফলক। তবে প্রযুক্তির অতিসুবিধা গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের জীবনের মূল ভিত্তি থেকেই সরে যাচ্ছি কিনা। সেটাই ভাবার বিষয়। কারণ প্রযুক্তি আমাদের এখন অনেকটাই বইবিমুখ করে তুলেছে। একসময় কোন তথ্য প্রয়োজন হলে বই ছাড়া জানার উপায় ছিল না। আর এখন ইন্টারনেটে বিষয়টি লিখে অনুসন্ধান করলেই বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। ফলে মানুষ অনেকটাই বইবিমুখ হয়ে পড়ছে। ইন্টারনেটের এই বিস্ময়কর আবিষ্কার আমাদের জন্য সত্যিই খুব প্রয়োজনীয় এবং উপকারী। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, প্রযুক্তি কখনও আমাদের মূল বইয়ের স্বাদ বা আনন্দ কোনটাই দিতে পারবে না। প্রযুক্তি সুবিধার ফাঁদে পড়ে বইবিমুখ হলে চলবে না। প্রযুক্তির সুবিধা নেওয়াটা দোষের কিছু নয়। তবে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আমাদের বইও পড়তে হবে। বই কিনতে হবে। কেনা বই কখনও নষ্ট হয় না বা বিফলে যায় না। কখনও না কখনও কাজে লাগবেই। সৈয়দ মুজতবা আলী বলেছেন, বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না। মার্কাস টুলিয়াস সিসরো বলেছেন, বই ছাড়া ঘর, একটি আত্মা ছাড়া শরীরের মতো। তাই বই হোক আমাদের শ্রেষ্ঠ বন্ধু। ঘরে ঘরে বইয়ের সংগ্রহ থাকুক এবং সেই সঙ্গে সকলের মাঝে গড়ে উঠুক বই পড়ার অভ্যাস। তেজগাঁও, ঢাকা থেকে
×