ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ শুরুর আশঙ্কা

প্রকাশিত: ২৩:১৩, ৩ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ শুরুর আশঙ্কা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে ফের বাড়তে পারে এর প্রকোপ। এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেড় মাসের মধ্যে গত সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন ২৫ লাখ ৫৪ হাজার ৫৪০ জন। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ২৭৬ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৩৬৯ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা ও এনডিটিভির। করোনাভাইরাসের অতি সংক্রামক রূপগুলোর বিস্তারের কারণে যুক্তরাষ্ট্রে ‘সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঢেউ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন একজন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ। এই রূপগুলো ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রের টিকা কর্মসূচীর অগ্রগতিও হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ডাঃ রোশেল ওয়ালেনস্কি। সাম্প্রতিক কোভিড-১৯ এর উপাত্ত দেখে তিনি উদ্বিগ্নবোধ করছেন বলে জানিয়েছেন।
×