ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ২১:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনলাইন রিপোর্টার ॥ বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় আইনমন্ত্রী বলেন, সৈয়দ আবুল মকসুদ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধ লেখার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । তাঁর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য সৈয়দ আবুল মকসুদ আজ সন্ধ্যায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
×