ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের টিকা চেয়েছে ৯২ দেশ

প্রকাশিত: ০০:৫৬, ২৩ জানুয়ারি ২০২১

ভারতের টিকা চেয়েছে ৯২ দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের ৯২টি দেশ ভারতের কাছে কোভিড-১৯ টিকা চেয়েছে। এর মাধ্যমে বিশ্বের টিকা হাব হিসেবে নয়াদিল্লীর পরিচয় শক্তিশালী হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভারতের টিকার স্বল্প মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় অনেক দেশই ভারতের দিকে এগিয়ে আসছে। ভারতে টিকা দান কর্মসূচী শনিবার থেকে শুরু হয়েছে। খবর আইএএনএসের। বাংলাদেশ, নেপাল, মিয়ানমারসহ কয়েকটি প্রতিবেশী দেশে ভারত নিজেদের উৎপাদিত টিকা পাঠাচ্ছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মোদিকে লেখা এক চিঠিতে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট ৭০ হাজার টিকার জন্য আবেদন করেছেন। করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ভারতীয় টিকা নেয়ার জন্য একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছে। অন্যদিকে বলিভিয়ার সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ৫০ লাখ ডোজ টিকার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র বলছে, করোনা মহামারী থেকে বিশ্বকে মুক্ত করতে পাকিস্তানকে টিকা দিতেও ভারতের কোন দ্বিধা নেই। এছাড়া চীনের ভ্যাকসিন যদি কাজ না করে, তাহলে চীনকেও তা দিতে চায় ভারত। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভ্যাকসিন পাবে ॥ বাসস জানায়, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর প্রথম চালান খুব শীঘ্রই পাচ্ছে বাংলাদেশ। ভারত শুক্রবার বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রফতানির অনুমোদন দিয়েছে। ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার সন্ধ্যায় দিল্লীতে বলেন, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে আগামী সপ্তাহ ও মাস থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও মিয়ানমারে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করবে ভারত।
×