ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রত্যাবর্তনে সাকিবের চমক

প্রকাশিত: ১৪:৫৯, ২০ জানুয়ারি ২০২১

প্রত্যাবর্তনে সাকিবের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ৩১৩ দিন পর বাংলাদেশ দল ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। প্রত্যাবর্তন ঘটেছে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের। এসেই চমক দেখিয়েছে সাকিব। ৭ ওভার বল করে ৮ রানে তিন উইকেট নিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে করেছে ১২২ রান। মোস্তাফিজ ২ টি, হাসান মেহেদী ২ টি ও মেহেদি হাসান ১ টি উইকেট পেয়েছে। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলে পরিবর্তন আছে বেশকিছুদ। গত বছর মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেই, নেতৃত্বে তামিম ইকবাল। এছাড়া জিম্বাবুইয়ের বিরুদ্ধে সেই ম্যাচ খেলা ৬ ক্রিকেটার নেই এদিন। তাদের বদলে একাদশে ফিরেছেন ৬ জন। অভিষেক ক্যাপ পেয়েছেন ২১ বছর বয়সী তরুন ডানহাতি পেসার হাসান মাহমুদ। তিনি বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার। এত পরিবর্তন নিয়েও উইন্ডিজের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে বাংলাদেশ দল। একাদশে থাকা ক্রিকেটারদের মোট খেলা ওয়ানডে সংখ্যা ১১১৫ আর উইন্ডিজ একাদশের অভিজ্ঞতা মাত্র ১০৫ ম্যাচের। ৬ জনের অভিষেক হয়েছে তাদের দলে। গত বছর ৬ মার্চ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে খেলে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ ছিল সেটি। সে ম্যাচে খেলতে পারেননি সাকিব। এছাড়াও মুশফিকুর রহিমও ছিলেন না। আজ উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নেই সেই ম্যাচ খেলা মাশরাফি, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ। একাদশে ফিরেছেন মুশফিক, সাকিব, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন। আর অভিষেক হয়েছে তরুন পেসার হাসানের। এই ম্যাচে পূর্ণ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে তামিমের। মাশরাফির উত্তরসূরী হিসেবে তার প্রস্তুতিটা ২০১৯ বিশ^কাপের পর শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে শুরু হয়েছিল। এখন তিনি স্থায়ী অধিনায়ক। এত পরিবর্তনের ম্যাচেও বাংলাদেশের একাদশ অভিজ্ঞতায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক এগিয়ে। ৬ জনকে অভিষেক করানো ক্যারিবীয় একাদশে থাকা ক্রিকেটারদের মোট খেলা ওয়ানডে সংখ্যা মাত্র ১০৫টি। সেখানে বাংলাদেশের একাদশের অভিজ্ঞতা সম্মিলিতভাবে ১১১৫ ম্যাচ খেলার।
×