ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০০:৩৩, ১৫ জানুয়ারি ২০২১

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নিয়ে মহা ঝামেলায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা বাংলাদেশ সফরে আসেননি। তরুণ ক্রিকেটারদের নিয়ে খেলতে হবে। এ ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ চ্যালেঞ্জ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজও জিততে চায়। তিনদিনের আইসোলেশনে হোটেলবন্দী ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। অবশেষে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছেন ক্যারিবীয়রা। প্রথমদিনের মতো অনুশীলন করেন। অনুশীলন শেষে বাংলাদেশকে সিরিজ হারানোর আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ। তিনি বলেছেন, ‘প্রথমদিন অনুশীলন করতে পেরে ভাল লাগছে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এই সিরিজ জেতা। আশাকরি ধারাবাহিক ভাল ক্রিকেট খেলে আমরা সিরিজ জিততে পারব। বাংলাদেশ ভাল দল। সাদা বলে এবং ঘরের মাঠে তারা অনেক ভাল খেলে। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ প্রথম সফরকারী দল হিসেবে ইংল্যান্ডে বায়োবাবলে ছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে প্রথম সফরকারী দল হিসেবে একই প্রোটোকলে থাকা দলও তারাই। ২০, ২২ ও ২৫ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে নামবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। জেসন জানান, ‘এখন ভাল লাগছে। তিনদিন আইসোলেশনে থাকা অনেক কঠিন ছিল। খোলা বাতাসে আসতে পেরে, ক্রিকেটের সংস্পর্শ পেয়ে ভাল লাগছে।’ জেসনের আগে সিরিজ নিয়ে কথা বলেছেন টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ৩ ফেব্রুয়ারি প্রথম ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে। তিনি বাংলাদেশ চ্যালেঞ্জ জিততে চান বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এখানে ভাল একটি দল আছে আমাদের। আন্তর্জাতিক পর্যায়ে ভাল করার সামর্থ্য এই দলের আছে। এখানে যে দল আছে তাদের আমি খর্বশক্তির মনে করি না। তাদের সামর্থ্য আছে ভাল করার এবং আমি জানি তারা সুযোগটি নিতে মুখিয়ে আছে।’ জয়ের আশা থাকলেও বাংলাদেশ যে কতটা শক্তিশালী দল তা জানেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররাও। বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও স্পিন নিয়ে তাদের ভাবনা আছে। তা বলেছেনও ব্রেথওয়েট, ‘সাকিব ফিরেছে, সে অবশ্যই ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন। রহিম (মুশফিক) খুব ভাল ক্রিকেটার। সত্যি বলতে, ওদের মূল ক্রিকেটারদের সবাই আছে এবং দেশে তারা ভাল খেলে। মাহমুদুল্লাহও আছে। ওরা ভাল দল। ভাল কিছু স্পিনার ও ব্যাটসম্যান ওদের আছে। আমাদের জন্য ব্যাপারটি হলো ভাল পরিকল্পনা করা, মাঠে সেটি বাস্তবায়ন করা আর নিজেদের ওপর বিশ্বাস রাখা যেন মাঠে নেমে দায়িত্ব পালন করতে পারি।’ ওয়েস্ট ইন্ডিজের মোট ১২ ক্রিকেটার বাংলাদেশ সফরে আসেননি। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড ও টেস্ট সহঅধিনায়ক রোস্টন চেজ, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার এই সফরে আসেননি। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়ান এ্যালেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান শেন ডউরিচ। তাদের ছাড়াই জয়ের ক্ষুধা আছে তরুণ ক্রিকেটারদের। তাও জানান ব্রেথওয়েট, ‘এখানে আসা ছেলেরা খুব ক্ষুধার্ত। সাফল্য পেতে যে কোন কিছু করতে প্রস্তুত তারা। ব্যাটে-বলে ভাল কিছু করে দলকে জেতাতে চায় তারা। আমি দেখতে পাচ্ছি ছেলেরা এই সুযোগ লুফে নেবে। মাঠে নামতে ওরা মুখিয়ে আছে। ক্রিকেট বিশ্বকে তারা দেখিয়ে দিতে চায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে তারা ভাল করতে পারে।’ সঙ্গে যোগ করেন, ‘দলকে নেতৃত্ব দিতে নামলে অবশ্যই চাওয়া থাকে জয়। এখানে আমার ভূমিকা হবে সামনে থেকে নেতৃত্ব দেয়া, সেটা অধিনায়ক হিসেবে যেমন ওপেনার হিসেবেও তেমন। জিততে পারলে অবশ্যই দারুণ হবে। তবে খুব বেশিদূর ভাবা যাবে না আমাদের। একটি পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। প্রক্রিয়া ঠিক থাকলে ফল আপনা আপনি ঠিক হবে। অবশ্যই প্রথম জয়টি পেতে মুখিয়ে আছি। তবে সেখানে পৌঁছানোর ধাপ আছে। সেগুলো ধরে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস এই দল সেটা পারবে।’
×