ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় বসতির মাঝে ইটভাঁটি ॥ ঝুঁকিতে স্থানীয়রা

প্রকাশিত: ২০:৪২, ২১ ডিসেম্বর ২০২০

কুতুবদিয়ায় বসতির মাঝে ইটভাঁটি ॥ ঝুঁকিতে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে কুতুবদিয়ার কৈয়ারবিলে ইটভাঁটিতে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। পরবর্তী তারিখ পর্যন্ত নালিশী জমিতে না যাওয়ার জন্য ভাঁটি মালিককে নিষেধ করা হয়েছে। কুতুবদিয়া পুলিশ রবিবার কৈয়ারবিল হাজী মফজল মিয়া পাড়ায় অবস্থিত এসএ ব্রিকফিল্ডে গিয়ে নোটিস দিয়েছে। এদিকে ঘনবসতির মাঝে অবস্থিত এই ইটভাঁটির কারণে মানুষের স্বাস্থ্যহানিসহ নানাভাবে সমস্যা সৃষ্টি করছে দাবি করে কক্সবাজার পরিবেশ অধিদফতর উপপরিচালক বরাবরে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কুতুবী। অভিযোগে ইটভাঁটি বাংলাদেশ গেজেট ২০১৩ আইন পরিপন্থী বলে উল্লেখ করেছেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিস দেয়া হলেও তা উপেক্ষা করে ভাঁটি মালিক যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়রা বলেন, ওই ইটভাঁটির কারণে ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে। ইতোমধ্যে বিনষ্ট করেছে বহু ধান ও লবণ জমি। পরিবেশ ধ্বংস এবং প্রকাশ্যে ফসলি জমি বিনষ্ট করলেও নীরব রয়েছে সংশ্লিষ্ট দফতরের কতিপয় অসৎ কর্মকর্তা। কুতুবদিয়া কৈয়ারবিল হাজী মফজল মিয়া পাড়ায় অবস্থিত এসএ ব্রিকফিল্ডটি আশপাশের ধানী জমির মাটি দিয়ে ইট তৈরি করে আসছে। ফসলি জমির মাটি বিনষ্টের কারণে জমির সঙ্কটের পাশাপাশি পরিবেশের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। বেড়িবাঁধের পাশ থেকে অধিগ্রহণৃকত জমি থেকেও মাটি সংগ্রহ করার ফলে ঝুঁকির মুখে রয়েছে বেড়িবাঁধ। লোকালয়ের মাঝেই অবস্থিত এবং ভাঁটির চুল্লির ধোঁয়ায় প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যয় ঘটছে। ইটভাঁটির ক্ষতিকর ধোঁয়ার কারণে কৈয়ারবিল এলাকার মানুষ পরোক্ষভাবে স্বাস্থ্যহানির শিকার হচ্ছে। জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম জানান, ওই ভাঁটি লাগোয়া আশ্রয়কেন্দ্র দখল করে সেখানে শ্রমিকদের বাসস্থান গড়ে তুলেছে। এতে প্রাকৃতিক দুর্যোগকালে স্থানীয় লোকজনের আশ্রয় নিয়েও চরম অনিশ্চয়তায় রয়েছে। প্রভাব খাটিয়ে প্রকাশ্যে আশ্রয় কেন্দ্রটি দখল করলেও নিশ্চুপ রয়েছে প্রশাসন। তবে এই আশ্রয় কেন্দ্রটিকে পরিত্যক্ত দাবি করে এসএ ব্রিকফিল্ডের ম্যানেজার নুরুল হক বলেন, বৈধ কাগজপত্র ও লাইসেন্স সহকারে দীর্ঘদিন ধরে এই ব্রিকফিল্ড পরিচালানা করে আসছেন। কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নূরুল আমিন বলেন, কুতুবদিয়া এ রকম ইটভাঁটির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×