ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে আইএস হামলায় নিহত ৯

প্রকাশিত: ২০:৫৩, ২৪ নভেম্বর ২০২০

ইরাকে আইএস হামলায় নিহত ৯

আফগানিস্তানের পরে ফের ইরাক। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন সেনার সংখ্যা আরও কমানোর কথা বলার পরেই দু’দেশেই একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গীরা। কাবুলে রকেট হামলার পরদিন ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে জোউইয়া শহরে আইএসের হামলায় ৬ ইরাকী নিরাপত্তারক্ষী ও ৩ নাগরিক নিহত হয়েছেন। আনন্দবাজার পত্রিকা। এখনও কোন জঙ্গী সংগঠন দায় স্বীকার না করলেও ইরাকী সরকারের দাবি, আইএসই এই হামলা চালিয়েছে। ইরাকী পুলিশ জানিয়েছে, জোউইয়া শহরে আজ প্রথমে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ ও সরকারের নিয়ন্ত্রণাধীন শিয়া আধাসেনা হাশিদ আল শাবির দল ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপরে গুলি চালায় জঙ্গীরা। এ চার আধাসেনা ও ২ পুলিশ নিহত হন। জোউইয়ার মেয়র মোহাম্মাদ জিডান জানিয়েছেন, তিনজন নাগরিকও নিহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে কেউ নিহত হয়েছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট নয়।
×