ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যারিস্টারের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ১৩:৩০, ২৫ অক্টোবর ২০২০

বরিশালে ব্যারিস্টারের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর সদর রোড সংলগ্ন শাজাহান চৌধুরীর বাড়ির বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার প্রমিথ আমিনুল পরশকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে ইউনুস মিয়া নামের এক ভাড়াটিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসীরা বাসভবনে ঢুকে মালিকের পুত্রের ওপর এই বর্বর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। ব্যারিস্টার প্রমিথ আমিনুল পরশ শাজাহান চৌধুরীর বাড়ির বাসিন্দা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক প্রফেসর এবং সেভ হেলথ হসপিটাল ইনস্টিউিটের চীফ কনসালটেন্ট ডাঃ একেএম আমিনুল হকের পুত্র। ডাঃ একেএম আমিনুল হক অভিযোগ করে বলেন, নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মৃত নাজির আহমেদের পুত্র ইউনুস মিয়া আমার মালিকানাধীন দোকানের ভাড়াটিয়া। দোকানের চুক্তির মেয়ার শেষ হওয়ার পর তাকে নতুন করে চুক্তি করার জন্য তাগিদ দেয়া সত্বেও সে কোন কর্ণপাত না করায় সম্প্রতি দোকান ঘর খালি করার জন্য নোটিশ প্রদান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুসের নেতৃত্বে তার ভাড়াটিয়া সন্ত্রাসী নুরে আলম খোকন, নীরব হোসেন, তৌহিদুল ইসলাম, রহমানসহ অজ্ঞাতনামা ১০/১২ জনে শুক্রবার রাতে তার (আমিনুল হক) বাড়িতে ঢুকে হামলা চালায়। তিনি আরও বলেন, হামলাকারী সন্ত্রাসীরা তার পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার প্রমিথ আমিনুল পরশকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথাসহ শরীরের অন্যান্যস্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পরে। আজ রবিবার সকালে কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জনকণ্ঠকে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
×