ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে হবে : জি এম কাদের

প্রকাশিত: ২১:০০, ১৭ অক্টোবর ২০২০

ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে হবে : জি এম কাদের

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ দেশের অনেক নিবন্ধিত দল আছে কিন্তু সব দলের নাম মানুষ জানেনা। দল বলতে আওয়ামীলীগ এরপর বিএনপি তৃতীয় নাম্বারে জাতীয় পার্টির নাম রায়েছে। এরপর কোন সংগঠনের কোন নেতাকর্মী তাদের খুঁজে পাবেন না। তিনটি দলের উপরই নির্ভর করে দেশের আগামী দিনের রাজনীতি। শনিবার বিকেলে সোনারগাঁ উপজেলা ও পৌর জাতীয়পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে পৌরসভার আমিনপুর মাঠে জাতীয়পার্টির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য জাতীয়পার্টির চেয়ারম্যান জি এম কাদের (এমপি) এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের তিনটি বৃহৎ দলের মধ্যে আওয়ামীলীগ র্দীঘদিন ক্ষমতায় আছে। র্দীঘদিন ক্ষমতায় থাকলে অনেক ভাল কাজে মনোযোগী হওয়া যায়। মানুষ ভাল কাজের চেয়ে মন্দ কাজগুলো বেশী মনে রাখে। বড় দল হিসেবে আওয়ামীলীগেরও সমস্যা আছে। এরপর বিকল্প দল হিসেবে রয়েছে বিএনপি। যাদের নানাবিধ সমস্যায় ঝরজরিত। তাদের নেতা ও নেতৃত্বের ঘাটতি রয়েছে। বিএনপির কে নেতা সেটা এখনও পরিস্কার নয়। সামনে কে নেতৃত্ব দিবেন তারও কোন সুনিদিষ্ট দিক নির্দেশনা নাই। তবে তাদের অনেক সমর্থন রয়েছে। কিন্তু নেতা বিহিন কোন সমর্থন নিয়েও কোন সংগঠন টিকে না। নেতৃত্বের অভাবে আজ বিএনপির মধ্যে হতাশা নেমে এসেছে। নেতাকর্মী অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তিনি আরো বলেন, এদেশের মানুষ মনে করেছিল এরশাদ মানে জাতীয়পার্টি আর জাতীয়পার্টি মানে এরশাদ। আজ এরশাদ নেই কিন্তু তার ৯ বছরের শাসন আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে সে উন্নয়ন আজও মানুষ মনে রেখেছে। তার আমলে কোন ধর্ষণ ছিল না, অনিয়ম ছিলনা, খুন খারাপী ছিলনা। তবে সে সময় এসিড মারার সংখ্যা বেড়ে গিয়েছিল। সে জন্য তিনি কঠোর আইন পাশ করে তা নিয়ন্ত্রন করেছেন। সে জন্য দলটি তুলনামুলক ভাবে নিচে নামেনি। তাই যে কোন দল ক্ষমতায় যেতে হলে জাতীয়পার্টিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করতে হয়। সেজন্য জাতীয়পার্র্টি আছে, ছিল এবং থাকবে। ভবিষ্যতে এ দল আরো শক্তিশালী হয়ে দেশকে পরিচালিত করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামী পৌরসভা নির্বাচনে ডালিয়া লিয়াকতকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন । এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। অন্যানদের মধ্যে আরো উপস্থিত’ত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসিফ শাহারিয়া, সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার সভাপতি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী ডালিয়া লিয়াকত, পৌরসভার মেয়র ছাদেকুর রহমান, কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য আবু নাঈম ইকবাল, পৌর জার্তীয় পার্টিন সভাপতি এম এ জামান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুর ইসলাম বিডিআর, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম প্রমূখ।
×