ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠির আদালত কাররক্ষীকে জেল হাজতে প্রেরণ

প্রকাশিত: ১৭:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২০

ঝালকাঠির আদালত কাররক্ষীকে জেল হাজতে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত বরিশালে কর্মরত কারারক্ষী তরিকুল ইসলাম তারেককে(২৭) জেল হাজতে প্রেরণ করেছে। তার বিরুদ্ধে এই আদালতে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার তরিকুল ইসলাম তারেক এই আদালতে আত্মসর্মপন করে জামিন চাইলে আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। ঝালকাঠি সদর উপজেলার দারখি গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের পুত্র তরিকুল ইসলামের ভুয়া কাজী এনে প্রতারণা মূলক একই গ্রামের মোঃ নজরুল ইসলাম মল্লিকের কন্যা বিথি মল্লিককে ২০১৭ সালে ৭ সেপ্টেম্বর ৪ লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে বিবাহ করে । ২০২০ সালে ১৫ জানুয়ারী পর্যন্ত স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে এবং ১৫ জানুয়ারি ২০২০ বিথি মল্লিককে জানান হয় তার সাথে বিবাহের কোন কাবিন হয়নি এবং তাকে পিত্রালয় পাঠিয়ে দেয়া হয়। এ ব্যপারে বিথি মল্লিক প্রতিকার চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখ আদালতে অভিযোগ দায়ের করে। এবং আদালতের নির্দেশে ঝালকাঠি থানায় ৬ মার্চ ২০২০ তারিখ মামলা দায়ের হয়। ঝালকাঠি থানা পুলিশের এসআই গোলাম সরওয়া ২০২০ সালে ৩০ মে আদালতে অভিযোগপত্র দায়ের করে।
×