ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে ইসরাইলের প্রথম ফটোশুট

প্রকাশিত: ১২:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২০

দুবাইয়ে ইসরাইলের প্রথম ফটোশুট

অনলাইন ডেস্ক ॥ মরুর বালিরাশিতে বিছানো বেডের ওপর বসে ছবির জন্য পোজ দিচ্ছেন দুই নারী মডেল। ছবি তুলছেন এক নারী ফটোগ্রাফার। মরুর বালিরাশিতে পাতা বেডের ওপর শুয়ে পোজ দিচ্ছে ইসরাইলের এক মডেল। গত মাসে (১৩ আগস্ট) সম্পর্ক স্বাভাবিকীকরণে আমিরাত ও ইসরাইলের মধ্যে বহুল বিতর্কিত এক চুক্তির পর প্রথবারের মতো দুবাইয়ে এই ফটোশুট যাকে ‘মডেল ডিপলোমেসি’ বলছেন বিশ্লেষকরা। মঙ্গলবার ইসরাইলের ফ্যাশন ব্র্যান্ড ‘ডেলটা ইসরাইল’র হয়ে ফটোশুটে অংশ নেন ইসরাইলি মডেল মে টেগার ও আমিরাতি মডেল আনাস্তাসিয়া বানডারনকার। ফটোশুটের ব্যাপারে মে টগার বলেন, আমি খুবই গর্বিত, প্রথম ইসরাইলি মডেল হিসেবে দুবাইয়ে ফটোশুট করছি। এখানে আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আর ইসরাইলি পরিচয় দিতে নিরাপদ বোধ করছি’ -আরব নিউজ
×