ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্তে ফের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ২২:০৭, ১২ সেপ্টেম্বর ২০২০

করোনা আক্রান্তে ফের বিশ্ব রেকর্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপে। ফ্রান্সে সংক্রমণের উর্ধগতি দেখা যাওয়ায় কঠোর বিধিনিষেধের কথা ভাবছে দেশটির সরকার। আর ভারতে সংক্রমণে বিশ্বরেকর্ড হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্তেও বিশ্বরেকর্ড হয়েছে। একদিনে ৩ লাখ ২ হাজার ৫৭০ জন সংক্রমিত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বজুড়ে শুক্রবার পর্যন্ত ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৪২৬ জন আক্রান্ত। মারা গেছেন ৯ লাখ ১৬ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লাখ ৭৪ হাজার ১৮৬ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭০ লাখ ৮৪ হাজার ২৮৪ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। প্রাণঘাতী করোনার সংক্রমণের নতুন উর্ধগতি দেখে বিচলিত ফ্রান্সের সরকার দেশজুড়ে কঠোর বিধিনিষেধ দেয়ার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন প্রায় ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কি কি ব্যবস্থা নেয়া যায় তা ঠিক করতে দেশটির বিভিন্ন মন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। ভারতে আরও ১২১৩ মৃত্যু ॥ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনায় ভারতে একদিনেই এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে কোভিড-১৯ এ দেশটির ৭৬ হাজার ৩৩৬ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৬ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫।
×