ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সচেতনতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২১:২৭, ২৫ আগস্ট ২০২০

সচেতনতা বিষয়ক সেমিনার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারমূলক সেমিনার সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম,সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জনশক্তি কর্মসংস্থান কর্মকর্তা নিহার কান্তি খীসা। বক্তব্য রাখেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল হোসাইন, সাংবাদিক কাকন আচার্য প্রমুখ।
×