ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিস্ফোরণ নয়, বৈরুতে ভয়াবহ হামলা হয়েছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ১১:২৩, ৫ আগস্ট ২০২০

বিস্ফোরণ নয়, বৈরুতে ভয়াবহ হামলা হয়েছে ॥ ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ লেবাননের রাজধানী বৈরুতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বিস্ফোরণের ওই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে লেবাননের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি তাদের জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রথমেই আমি লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে সেখানে বহু মানুষ হতাহত হয়েছে। কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছে। হতাহত ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। যুক্তরাষ্ট্র লেবাননকে সহায়তা প্রস্তুত।’ তিনি বলেন, ‘লেবাননের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক রয়েছে। আমেরিকার তাদের পাশে থাকবে।’ এ সময় তিনি নিজের পোডিয়ামের নোট দেখে এটিকে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেন। এ সময় তাকে প্রশ্ন করা হয়, ‘বৈরুতের বিস্ফোরণ একটি হামলার ঘটনা ছিল, কোনও দুর্ঘটনা নয়। এ বিষয়ে আপনি আত্মবিশ্বাসী?’ জবাবে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক কর্মকর্তারা তাকে যা বলেছিলেন, তার ভিত্তিতে এটি ‘মনে হচ্ছে’। এটি হামলার ঘটনা ছিল।’ ট্রাম্প বলেন, ‘আমি আমাদের কয়েকজন জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছি এবং তারা মনে করছেন যে এটি কোনও উৎপাদন সংক্রান্ত বিস্ফোরণ ধরনের ঘটনা নয়। তারা মনে করে এটি হামলার ঘটনা ছিল। এটি ছিল এক ধরনের বোমা বিস্ফোরণ। তারা আমার চেয়ে আরও ভাল জানে।’ - সূত্র: সিএনএন, বিজনেস ইনসাইডার
×