ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কংগ্রেস নেতা সোমেন মিত্র মারা গেছেন

প্রকাশিত: ০০:৪৪, ৩১ জুলাই ২০২০

কংগ্রেস নেতা সোমেন মিত্র মারা গেছেন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সোমেন মিত্র। রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র কিডনি এবং হার্টের সমস্যা নিয়ে কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী প্রাক্তন বিধায়িকা শিখা মিত্র ও যুব কংগ্রেস নেতা পুত্র রোহানকে রেখে গেছেন। সংশ্লিষ্টরা বলছেন সোমেন মিত্রের প্রয়াণে বাংলার রাজনৈতিক মহলে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯২ সালেই তার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়েছিল। কিডনি সমস্যায় ভোগার পর হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন তার পেসমেকার বদলে দেয়া হবে। তবে তারা সেই সুযোগ আর পেলেন না। সোমেন মিত্র দীর্ঘদিন শিয়ালদহ কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১৮ সালে তিনি রাজ্য কংগ্রেসের সভাপতি হন। রাজ্য রাজনীতিতে ৭৮ বছরের সোমেনবাবু ছোড়দা নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। -এনডিটিভি
×