ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলাম মোর্তুজা

নেপথ্যের কুশীলব

প্রকাশিত: ২২:১৭, ৩০ জুলাই ২০২০

নেপথ্যের কুশীলব

পাপ ও পাপী পদবাচ্যটি শুনলেই অনেকেই নাক সিটকায়। কিন্তু পাপ কে না করে? পাপহীন মানুষ জগত সংসারে পাওয়া ভার। পাপ করলেই তাকে পাপী বলা যায় না। পাপ করে আফসোস করে আর সে কাজ না করা, এ রকম সত্যবান পাপীকে স্বয়ই সৃষ্টিকর্তাও ক্ষমা করে দেন। তাই বলি, পাপ করলেই পাপী হয় না। পাপী হয়েও কেউ জন্মগ্রহণ করে না। পারলৌকিক চেতনাকে জলাঞ্জলি দিয়ে জাগতিক সুখ লাভের মোহই মানুষকে পাপী করে তোলে। শৈশব থেকে শিক্ষা-দীক্ষা অর্জন করে-জ্ঞানী হয়ে-বিজ্ঞ হলেই যে কেউ ভাল, সুন্দর আর কল্যাণকর সুখকর পথে চলবে এটাও নয়। পারিবারিক মূল্যবোধ, সামাজিক আবহ আর মনুষ্যত্ববোধ একজন মানুষকে জীবনের যে কোন খারাপ সময়ে সৎ ও সুন্দরের পথেই রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে যখন সুযোগ পায় সে তখনই সুযোগের ও সময়ের সদ্ব্যবহার করতে পিছপা হন না। এমন কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজা এখন সময়ের দাবি। বলতে দ্বিধা নেই, গণতান্ত্রিক এদেশে বড় বড় পদগুলো গণতান্ত্রিক উপায়ে দেওয়া হয় না। আবার কেউ পরিস্থিতি মোকাবেলায় ঠিক তেমন দৃশ্যমান অবদান রাখতেও পারেন না। কারণ এদেশে মোসাহেবির বড্ড দাম। এখানেই সমস্যা। বালিশ কা-, পর্দা কা-, ক্যাসিনো কা- এগুলো ঢাকতে না ঢাকতে আমাদের সামনে হাজির সাহেদ, সাবরিনা ও আরিফ-এর মতো নির্লজ্জ, বেহায়া, ইতরদের কা-। শুধু বাংলাদেশ কেন, পৃথিবী যখন এক অসুখে অস্থির। তখনই কিছু মানুষরূপি জানোয়ার দেশের মানুষের সঙ্গে করছে প্রতারণা, জাল জোচ্চুরি। একমাত্র করোনাকে পুঁজি করে নিরীহ মানুষদের ঠকানোর যে নীল নক্সা তা আমাদের শুধু ব্যথিতই করে না, আতঙ্কিতও করে। এসব নরপশু একদিনে এমন দুর্ধর্ষ, বেপরোয়া হয়ে ওঠেনি। বহু সময়ের ব্যবধানে এরা এমন হয়েছে। দীর্ঘ পথ পরিক্রমায় এরা ক্ষমতাধর কারও না কারও সঙ্গ, সাহচর্য ও আসকারা পেয়েছে। আজ সে সকল মুখোশধারী নিকৃষ্ট ব্যক্তিদেরকেও খুঁজে বের করতে হবে। রাজশাহী থেকে
×