ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল ভারতীয়দের মানসিক চাপ কমাবে: গম্ভীর

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জুলাই ২০২০

আইপিএল ভারতীয়দের মানসিক চাপ কমাবে: গম্ভীর

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএল ভারতীয়দের মানসিকভাবে চাঙ্গা করবে বলে মনে করেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। করোনা পরিস্থিতির কারণে বারবার পিছিয়ে যাওয়া আইপিএল আয়োজন শুরু হলে নতুন মাত্রা পাবে বলে আশাবাদ তার। চলতি বছর মার্চে আয়োজনের দিনক্ষণ থাকলেও করোনার করাল গ্রাস তা হতে দেয়নি। ফলে পিছিয়ে যায় আয়োজন। অবশেষে শুরু হতে যাচ্ছ আইপিএলের ১৩তম আসর। তবে তা ভারতের মাটিতে নয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবারের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। ঘরের মাঠে না হলেও এই আয়োজন ভারতীয়দের মনে আলাদা প্রভাব ফেলবে মনে করেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বলেন, 'আইপিএলের জন্য ভারতীয়রা মুখিয়ে থাকে। এখানকার ক্রিকেট সমর্থকদের মনে আলাদা একটা জায়গা আছে আইপএলের জন্য। আয়োজন যেখানেই হোক সেটা মূখ্য নয়। দুবাইয়ের মাঠেও আইপিএল তার ঐতিহ্য ধরে রাখবে।' করোনার কারণে মানুষ অনেকটা বন্দী জীবন কাটাচ্ছে। এই বন্দী জীবন থেকেও মুক্তি দিতে পারে আইপিএল, মনে করেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই অধিনায়ক। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর।
×