ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত আরও এক শ’ ৫৭ জন

প্রকাশিত: ২১:৩১, ২৫ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত আরও এক শ’ ৫৭ জন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম জেলায় নতুন ১৫৭ জনসহ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার। মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা ২২৭। তবে নমুনা পরীক্ষায় আক্রান্তের হার স্থিতিশীল পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ৮৪২টি। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৭ জন, শতকরা হারে যা ১৮ দশমিক ৬৫। নতুন আক্রান্তসহ জেলায় করোনা সংক্রমিত মোট ১৩ হাজার ৫০৩। এরমধ্যে ৯ হাজার ৪০১ জন মহানগর এলাকার এবং ৪ হাজার ১০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে এদিন সুস্থ হয়েছেন ৫২ জন। সবমিলে এ পর্যন্ত চট্টগ্রামে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭৯২ জন। মৃত্যুবরণকারী মোট ২২৭ জনের মধ্যে ১৬০ জন মহানগর এলাকার এবং ৬৭ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার মোট সাত ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ২৩৮ নমুনা পরীক্ষায় ৩১, সিভাসু ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ৬, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬৭ নমুনা পরীক্ষায় ২৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষায় ৪৬, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ নমুনা পরীক্ষায় ৪ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ১৩১ নমুনা পরীক্ষায় ২৯ ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০ নমুনা পরীক্ষায় ১৫টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট ॥ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। বৃহস্পতিবার প্ল্যান্টের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর অক্সিজেন সরবরাহও শুরু হয়ে গেছে। ফলে এখন থেকে রোগীরা নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পাবেন। চট্টগ্রামের মানুষের জন্য এটা ছিল খুবই প্রত্যাশিত। একইভাবে সব হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে, এমনই আশা সেবা প্রত্যাশীদের।
×