ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হায়া সোফিয়ায় প্রথম জুমা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:০৮, ২৫ জুলাই ২০২০

হায়া সোফিয়ায় প্রথম জুমা অনুষ্ঠিত

ইস্তানবুলের বিখ্যাত ‘জাদুঘর’ হায়া সোফিয়া মসজিদে রূপান্তরের পর শুক্রবার জুমার নামাজ পড়তে প্রথমবার সাধারণ মুসল্লিদের জন্য সেটি খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে এক ভাষণে ইস্তানবুলের গবর্নর আলি ইয়ারলিকায়া বলেন, ‘মুসলমানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, সবাই চায় সেটি খুলে দেয়া হোক।’ প্রায় দেড় হাজার বছরের পুরাতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হায়া সোফিয়াকে ১৯৩৪ সালে জাদুঘর ঘোষণা করা হয়। কিন্তু এ মাসের শুরুতে তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত হায়া সোফিয়ার জাদুঘরের মর্যাদা নাকচ করে। এরপরই দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্থাপনাটিকে মসজিদ হিসেবে মুসলিমদের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করেন। বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে ষষ্ঠ শতকে হায়া সোফিয়া নির্মিত হয়। -আল-জাজিরা
×