ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাট ব্যবসায়ীদের বকেয়া দ্রুত পরিশোধের দাবি

প্রকাশিত: ০১:১৭, ১৬ জুলাই ২০২০

পাট ব্যবসায়ীদের বকেয়া দ্রুত পরিশোধের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) বন্ধকৃত খুলনা অঞ্চলের ৯টি পাট কলের কাছে সাধারণ পাট ব্যবসায়ীদের প্রায় ১৩০ কোটি টাকা বকেয়া রয়েছে। তারা অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে। আর বকেয়া পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাধারণ পাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাধারণ পাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শামীম আহম্মেদ মোড়ল। এ সময় সদস্য সচিব গাজী শরিফুল ইসলাম অহিদ, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতানসহ বিভিন শ্রেণীর পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়েছে, সারাদেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে খুলনা অঞ্চলের নয়টি মিলের কাছে পাওনা ১৩০ কোটি টাকা, ঢাকা অঞ্চলের মিলগুলোর নিকট ৬০ কোটি টাকা এবং চট্টগ্রাম অঞ্চলের মিলগুলোর নিকট ৭৫ কোটি টাকা বকেয়া রয়েছে। বক্তরা বলেন, বিজেএমসি’র পাট সরবরাহকারীরা এখন পুঁজিহারা ও সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। বিজেএমসিতে যে সকল উৎপাদিত পণ্য বর্তমানে মজুদ রয়েছে সেটা বিক্রি করে ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করা সম্ভব। কিন্তু মিল বন্ধ ঘোষণার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০২১-২২ অর্থবছরের মধ্যে সকল দেনা-পাওনা পরিশোধ করা হবে। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা পাওনাদারের চাপে অতিষ্ঠ হয়ে পড়েছে।
×