ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোট দু’হাজার কোরবানির ব্যবস্থা

ডিজিটাল হাটে পশু ক্রয় ও কোরবানির নতুন পদ্ধতি ডিএনসিসির

প্রকাশিত: ২৩:২৩, ১৬ জুলাই ২০২০

ডিজিটাল হাটে পশু ক্রয় ও কোরবানির নতুন পদ্ধতি ডিএনসিসির

মশিউর রহমান খান ॥ ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে কোরবানির পশু ক্রয় করবেন। এর পর আর কোন কিছুই করতে হবে না আপনাকে। ক্রয়কৃত পশুকে ঈদের আগে তিনদিন লালনপালন করা, পশুকে কোরবানি দেয়া, গোশত কাটা এমনকি ক্রেতার বাসায় এই গোশত পৌঁছে দেয়ার সকল দায়িত্ব পালন করবে দায়িত্বপ্রাপ্ত ও প্রশিক্ষিত লোকজন। এজন্য পশু ক্রেতাকে দিতে হবে নির্দিষ্ট ফি। এর বিনিময়েই মিলবে এমন বাড়তি সেবা। তবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই সুযোগ পাবেন অনলাইনে পশু ক্রেতাগণ ও এ সেবা গ্রহীতাগণ। নাগরিকদের কোরবানির পশু ক্রয় থেকে শুরু করে এ সংশ্লিষ্ট সকল দায়িত্ব পালনের জন্য এমন বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি এই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে ২ হাজার পশু কোরবানির সকল দায়িত্ব পালনের জন্য এমন বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিএনসিসির তত্ত্বাবধানে ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী ২ দিন পর্যন্ত এই ডিজিটাল কোরবানির সেবা প্রদান করবে ডেইরি ফার্ম এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ই-কমার্স সার্ভিস এ্যাসোসিয়েশন (ইক্যাব)। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জনকণ্ঠকে এমন বিশেষ উদ্যোগ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন। সূত্র জানায়, করোনাভাইরাসের এ মহামারীর সময় জনস্বার্থ সুরক্ষায় ও ভাইরাসটির বিস্তার রোধে এই প্রথমবারের মতো ডিজিটাল হাটে পশু ক্রয়ের ও কোরবানির সকল দায়িত্ব গ্রহণের নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে ডিএনসিসি। মূলত পশুর হাটে না গিয়েই ঘরে বসেই কোরবানির ঝামেলা এড়াতে ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। প্রথম থেকেই সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম, কোরবানির পশুর হাটে না গিয়ে অনলাইনে পশু ক্রয়ের জন্য প্রচার চালাচ্ছেন। পশুর হাটে গেলে করোনা আরও ছড়াতে পারে বিধায় এমন প্রচারণায় নেমেছে সংস্থাটি। একই সঙ্গে কোটি কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা বাদ দিয়ে মাত্র ৬ টি স্থানে ঈদের দিনসহ মোট ৫ দিন পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
×