ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রদূত বহিষ্কার; প্রেসিডেন্ট মাদুরোর নিন্দায় ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ১০:২১, ১ জুলাই ২০২০

রাষ্ট্রদূত বহিষ্কার; প্রেসিডেন্ট মাদুরোর নিন্দায় ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক ॥ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশ থেকে ইউরোপীয় ইউনয়ন বা ইইউ’র রাষ্ট্রদূতকে বহিষ্কারের যে নির্দেশ দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ওই ইউনিয়ন। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতকাল এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট মাদুরোর ওই পদক্ষেপর নিন্দা জানিয়ে বলেছেন, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে প্রেসিডেন্ট মাদুরো গতকাল তার দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে বহিষ্কার করার নির্দেশ দিয়ে তাকে ভেনিজুয়েলা ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় দিয়েছেন। ভেনিজুয়েলার পার্লামেন্ট বিরোধী পদক্ষেপ নেয়ার অজুহাতে সেদেশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এর প্রতিক্রিয়ায় ওই ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনিজুয়েলার পার্লামেন্ট সরকার বিরোধী দলের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেও আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে ইইউ ভেনিজুয়েলার ১১ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরো করে। তাদের বিরুদ্ধে ইউরোপের অভিযোগ- তারা ভেনিজুয়েলার গণতন্ত্র দুর্বল করার চেষ্টা করছেন। এ নিয়ে এখন পর্যন্ত ভেনিজুয়েলার মোট ৩৬ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইউরোপ।
×