ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নান্নুর মুত্যুর ঘটনায় হত্যা মামলা

প্রকাশিত: ২২:১১, ৩০ জুন ২০২০

সাংবাদিক নান্নুর মুত্যুর ঘটনায় হত্যা মামলা

স্টাফ রিপোর্টার ॥ আগুনে পুড়ে দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার নান্নুর বড় ভাই নজরুল ইসলাম খোকন বাদী হয়ে নান্নুর স্ত্রী সাহিদা হোসেন পল্লবী ও শাশুড়ি শান্তা পারভেজসহ কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নান্নুর স্ত্রী সাহিদা হোসেন পল্লবী ও শাশুড়ি শান্তা পারভেজসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে খুন করার উদ্দেশে ১১ জুন রাত সাড়ে ৩টার দিকে আফতাবনগরের নিজ ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটায়। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন সকাল ৮টা ২০ মিনিটে মারা যান নান্নু। ঘটনার বিষয়টি আত্মীয়স্বজন ও নান্নুর সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে থানায় এসে এজাহার দিতে দেরি হয়েছে। পরে সোমবার দুপুর ২টা ২০ মিনিটে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম মামলাটি ৩০২ ও ৩৪ ধারায় তা মামলা হিসেবে নথিভুক্ত করেন। (মামলা নম্বর ৩৮)।
×