ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ২৩:৪৪, ২৮ জুন ২০২০

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে শুক্রবার রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লোকমান হোসেন খোকন ওই ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মোসলেম সিকদারের পুত্র। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা এ হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ-বিন আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাধবপাশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। ওসি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকা- ঘটতে পারে। চট্টগ্রামে টমটম চালক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীতে ছুরিকাঘাতে এক টমটম চালক খুন হয়েছে। তার নাম মোঃ সাগর (১৮)। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু নামে আরও একজন আহত হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন। বন্দর থানা পুলিশ জানিয়েছে, নগরীর মধ্য হালিশহর এলাকায় খুনের এ ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, ভাড়া নিয়ে এক যুবকের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে সাগর ছুরিকাহত হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের ৪ দিন পর নাসিরনগরে লাইজু বেগম (১৬) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের চুন্ন মিয়ার মেয়ে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, নিখোঁজ হবার পর তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন জিডি হয়নি। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে কিশোরীর বাড়ির পাশে খালের পানিতে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। খালের পানিতে পড়ে থাকায় মরদেহের সারা শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভালুকায় শ্রমিক নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় শনিবার সকালে মাসুদ মিয়া (২০) নামে এক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল পুলিশ। নিহত মাসুদ মিয়া ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের খায়রুল ইসলামের ছেলে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘সকালে স্থানীয় এফ এস এস পেপার কুন মিলের শ্রমিক মাসুদ মিয়ার মরদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’
×