ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুলাই থেকে সীমান্ত খুলছে ইইউ

প্রকাশিত: ২৩:০৩, ২৭ জুন ২০২০

জুলাই থেকে সীমান্ত খুলছে ইইউ

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ভ্রমণ বন্ধ রাখার পর আন্তর্জাতিক পরিম-লে বিশ্বের দেশগুলোর সঙ্গে ১ জুলাই থেকে সীমান্ত আবার খুলতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভ্রমণ তালিকায় বাদ পড়তে পারেন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের নাগরিক। করোনাভাইরাস সামাল দিতে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইইউ এর দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ মাত্রায় আছে এমন কিছু দেশও তালিকায় পড়ছে। -খবর ওয়েবসাইটের। ইউরোপের অনেক দেশই বিদেশী পর্যটকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ আবার চালু করতে আগ্রহী হলেও অন্য দেশগুলো করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে চিন্তিত।
×