ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূর্ণিমার ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’

প্রকাশিত: ০০:০৬, ২৬ জুন ২০২০

পূর্ণিমার ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’

সংস্কৃতি ডেস্ক ॥ চ্যানেল আইতে আজ শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে পূর্ণিমা অভিনীত টেলিফিল্ম ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। পূর্ণিমার সঙ্গে এ টেলিফিল্মে দেখা যাবে ইমন ও প্রাণ রায়কে। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম প্রমুখ। মুমু। ফ্যাশন ডিজাইনার। একটা বুটিক শপ আছে। মা ছাড়া আর কেউ নেই। নাগরিক মানুষ। আসিফ ডাক্তার। আসিফ আর মুমুর ভেতর সম্পর্কটা গোছানো। ভালবাসা থেকেও বড় বিষয় হলো তারা দুজন দুজনের জন্য যোগ্য মনে করে। কদিন পরই বিয়ে। এখনও এঙ্গেজমেন্ট হয়নি। পরের সপ্তাহে এঙ্গেজমেন্ট হওয়ার কথা। হঠাৎ মেডিক্যাল ক্যাম্পে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় আসিফের। তিনদিন পর তার জন্মদিন। জন্মদিনে সারপ্রাইজ দিতে একটা দামী আংটি কিনে ঢাকা থেকে যাত্রা শুরু করে মুমু। প্লেনের টিকেট না পেয়ে রাতের বাসেই রওনা হয়ে যায় মুমু। রাত তিনটা। বাসে ডাকাত হামলা করে। বাস নিয়ে যায় পাহাড়ি খাদের জঙ্গলে। সেখান থেকে ফায়দা করে পালায় মুমু। সঙ্গে আরেকজন। নাম রুমি। মুমুকে ডাকাত দলের হাত থেকে রক্ষা করে রুমি। অদ্ভুত। রুমি তার সব কাজের জন্য মুমুর কাছে ফি দাবি করে। ডাকাত দলের হাত থেকে সেভ করার জন্য দশ হাজার। বাকি রাতটুকু সঙ্গ দেয়ার জন্য পাঁচ হাজার। রাস্তা চিনিয়ে দেয়ার জন্য ২ হাজার। রুমির এ আচরণে মুমু বিরক্ত। এ রকম নানা ঘটনায় দুজন এসে পৌঁছায় রাঙ্গামাটি শহরে সন্ধ্যায়। এমনি করে চলতে থাকে টেলিফিল্মটির গল্প।
×