ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের রিপোর্ট জমার শর্ত শিথিল

প্রকাশিত: ০১:০৬, ২৪ জুন ২০২০

কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের রিপোর্ট জমার শর্ত শিথিল

অর্থনৈতিক রিপোর্টার \ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের প্রায় সব ধরনের রিপোর্ট জমা দেওয়ার শর্ত শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার এই সংক্রান্ত আদেশ জারি করেছে সংস্থাটি। আদেশ অনুসারে, এখন থেকে আর কিছু রিপোর্ট বিএসইসিতে জমা দিতে হবে না। এগুলো দুই স্টক এক্সচেঞ্জে জমা দিলেই চলবে। স্টক এক্সচেঞ্জ এসব রিপোর্টের সংক্ষিপ্তসার বিএসইসির কাছে পাঠাবে। আইন না মানায় দুই কোম্পানিকে জরিমানা অর্থনৈতিক রিপোর্টার \ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনটেক ও আল ফারুক ব্যাগস নামের দুই কোম্পানিকে পৃথকভাবে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, শেয়ারবাজারে আসার আগেই অনিয়মে জড়িয়ে পড়েছে আল ফারুক ব্যাগস। এ কারণে কোম্পানিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার বিএসইসি।
×