ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টু ক রো খ ব র

প্রকাশিত: ০০:৪৪, ২৩ জুন ২০২০

টু ক রো খ ব র

ইয়াবার চালানসহ দুই রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা। জানা যায়, রবিবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল মাদকের চালান সরবরাহের তথ্য পেয়ে রাম পেঁচার দ্বীপ করাচিপাড়া স্থানে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুই রোহিঙ্গাকে আটক করেছে। ধৃত রফিক উখিয়া বালুখালী ২নং ক্যাম্পের ব্লক-জি-১৫ এর এবং হাবিবুল্লাহ বালুখালী-১ পিপি জুন, ক্যাম্প-ডি-১২ এর আশ্রিত রোহিঙ্গা। বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত সংবাদদাতা, সাভার, ২২ জুন ॥ আশুলিয়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। সোমবার সকাল দশটার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় মোশারফের ভাড়া বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রায়হান সরকার (৩৬)। সে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা। র‌্যাব-২ সূত্রে জানা যায়, সোমবার একটি ইয়াবার বড় চালান এসেছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ওই এলাকায় মোশারফের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে রায়হান নামের ওই মাদক কারবারির মৃত্যু হয়। শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২২ জুন ॥ খালের পানিতে ডুবে তন্নী আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার উত্তর তারাকান্দি গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তন্নী স্থানীয় তাইজুদ্দিনের মেয়ে। জানা গেছে, রবিবার সন্ধ্যার পরও তন্নী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু এরপরও তার সন্ধান মিলছিল না। পরদিন সোমবার সকালে বাড়ির পাশে ছোট একটি খালে তন্নীর লাশ ভেসে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে খবর পেয়ে শিশুর স্বজনরা তন্নীর লাশ উদ্ধার করে। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কাটিহারা গ্রামে সোমবার সকালে সিহা খাতুন নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই গ্রামের শামীম মিয়ার মেয়ে। সকালে শিশুটি বাড়ির সামনে পুকুরের ধারে একাকী খেলছিল। এক সময় হঠাৎ করে সে উধাও হয়ে গেলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টায় পুকুরের পানি থেকে সিহার লাশ উদ্ধার করে। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামে সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ ওই গ্রামের আনোয়ার হোসেন মৃধার পুত্র। জানা গেছে, সকাল দশটার দিকে শিশুটির মা ঘরে বসে কাঁথা সেলাই করছিলেন। এ সময় আব্দুল্লাহ খেলার ছলে হঠাৎ করে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। নিম্নমানের গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের এলপি গ্যাসের নিম্নমানের ক্রস ফিলিং-এর একটি গাড়ি জব্দ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি সুযোগ নিয়ে একটি মহল নিম্নমানের গ্যাস সরবরাহ করছে, এমন অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই বাবলুর সহায়তায় ২১৫টি টোটাল গ্যাস ভর্তি একখানা গাড়ি আটক করেছে কক্সবাজার এলপিজি পরিবেশক সমিতি। কক্সবাজার এলপিজি পরিবেশক সমিতির সভাপতি আনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন বলেন, বেশ কিছু দিন ধরে নিম্নমানের গ্যাস সরবরাহের বিষয়ে অভিযোগ থাকলেও সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গ্যাস ব্যবসার অন্তরালে অসাধু কারবারিদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারলেও তবে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলাম। তারই ফলশ্রুতিতে জানতে পারলাম, ২১৫ পিস নিম্নমানের গ্যাস ভর্তি একটি পিক-আপ কক্সবাজার শহরে প্রবেশ করছে।
×