ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ভারতকে বদলে দিয়েছিল সৌরভ’

প্রকাশিত: ০০:৪৫, ২১ মে ২০২০

‘ভারতকে বদলে দিয়েছিল সৌরভ’

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানোর সেই দৃশ্য ক্রিকেট ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে সে দৃশ্যের সাক্ষী ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। ভারতকে এই আগ্রাসী মেজাজ এনে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বর্তমানে বিরাট কোহলিরা মাঠে যে আগ্রাসন দেখান, তার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন প্রিন্স অব ক্যালকাটা। নাসের হুসেন মনে করেন, সৌরভ গাঙ্গুলীই বদলে দিয়েছেন ভারতের ক্রিকেট সংস্কৃতি। সম্প্রতি এক সাক্ষাতকারে নাসের হুসেন বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটকে একেবারে বদলে দিয়েছে সৌরভ। এর আগে কিন্তু ভারত খুবই নরমশরম দল ছিল। সৌরভ আসার পর মাঠে সবাই আগ্রাসী মেজাজ দেখাতে শুরু করে।’ ভারতে ওয়ানডে সিরিজ ড্র করার পর ওয়াংখেড়েতে জামা খুলে মাঠের মধ্যে দৌড়ে ছিলেন এন্ড্রু ফ্লিনটফ। সৌরভ তার প্রতিশোধ নিয়েছিলেন লর্ডসে। নাসের বলেন, ‘ভারতে ফ্লিনটফ অসাধারণ খেলেছিল। সিরিজ নির্ধারণী ম্যাচে শেষের ওভারে দুর্দান্ত বল করেছিল। শেষ উইকেট পাওয়ার পরে আবেগ ধরে রাখতে পারেনি। মাঠের মধ্যেই জামা খুলে ফেলে। সেই দৃশ্যটা মনে রেখেছিল সৌরভ।’ ন্যাটওয়েস্ট ফাইনালের ঘটনা টেনে এনে হুসেন আরও বলেন, ‘সেই সময়ের প্রেক্ষাপটে ৩২৫ রান কিন্তু কম ছিল না। সেই রান তাড়া করে জিতে যাওয়া অবশ্যই কঠিন ছিল। কিন্তু সৌরভ জানত, উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক। তাই শুরু থেকেই সে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করে। ১৪৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলাম আমরা। কিন্তু ম্যাচটা সবার মনে থাকবে মোহাম্মদ কাইফের জন্য। কী অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়েছিল। বুঝে ছিলাম, আমরা হেরেছি, কিন্তু ক্রিকেট জিতে গেছে। সৌরভের আবেগের বাধ ভেঙে যাওয়াটা তাই অস্বাভাবিক ছিল না।’
×