ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

করোনায় ক্ষুধার্তদের জন্য হোম কনসার্ট

প্রকাশিত: ২২:৪৬, ২১ মে ২০২০

করোনায় ক্ষুধার্তদের জন্য হোম কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। মঞ্চে আলো জ্বলছে না, শূটিং বন্ধ, সিনেমা হল বন্ধ। সব মিলিয়ে সাংস্কৃতিক অঙ্গনে বিরাজ করছে ভয়াবহ পরিস্থিতি। এ সময়ও থেমে নেই দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা। অতীতেও দেশের বিভিন্ন সঙ্কটময় মুহূর্তে এগিয়ে এসেছেন দেশের সঙ্গীতশিল্পীরা। গান গেয়ে, সুর তুলে বা বাজনা বাজিয়ে যেমন অবদান রেখেছেন, তেমনি স্বেচ্ছাসেবক হিসেবেও ছিলেন প্রথম সারিতে। আর এবারও তার ব্যতিক্রম নয়। শহরের মানুষের খাবারের চাহিদা নিশ্চিত করতে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে অনেক হৃদয়বান ব্যক্তি। আর তাদের এই সংগ্রামে এবার পাশে এসে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পীরা। করোনাভাইরাসের বিরুদ্ধে মানবিক যুদ্ধে লড়তে বিশেষ আয়োজনে অংশ নিচ্ছেন চার জনপ্রিয় শিল্পী। তারা হলেনÑ তাহসান, তপু, রাফা ও মিনার। কনসার্টের আদলে এই অনুষ্ঠানে বাসা থেকে সরাসরি গাইবেন তারা। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ দেয়া হবে ক্ষুধার্তদের খাবারের জন্য। আগামী ২৩ ও ২৪ মে দু’দিন এ আয়োজন হবে। এতে দুজন করে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক ‘মিউজিক এ্যাগেনিস্ট হাঙ্গার’ নামের অনলাইন গ্রুপ। আয়োজকরা জানান, এতে করে দরিদ্রদের জন্য তহবিল গঠনের চেষ্টা চলছে। অন্যদের দান করা অর্থ দিয়ে ক্ষুধার্তদের খাবার দেয়া হবে। হোম কনসার্টে ২৩ মে অংশ নেবেন শিল্পী তাহসান ও রাফা। আর ২৪ মে থাকছেন শিল্পী তপু ও মিনার। তাহসান বলেন, ত্রাণ সংগ্রহের জন্য এ আয়োজনটি হচ্ছে। আমি অনুরোধ করব, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসেন। এই শিল্পী আরও জানান, প্রথমদিনের আয়োজনের প্রথম ঘণ্টায় রাত ১০টায় গাইবেন রাফা। এরপর ১১টা থেকে তিনি পরিবেশনায় অংশ নেবেন। গানের পাশাপাশি পিয়ানোও বাজাবেন তাহসান। ঠিক একইভাবে দ্বিতীয় দিনের আয়োজনে এক ঘণ্টা করে গাইবেন মিনার ও তপু। দুটি কনসার্ট থেকে পাওয়া অর্থ পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ দরিদ্রের মাঝে বিতরণ করবে।
×