ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন উমর আকমল

প্রকাশিত: ১২:৪২, ২০ মে ২০২০

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেন উমর আকমল

অনলাইন ডেস্ক ॥ জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। অবশেষে এই সাজার বিরুদ্ধে আপিল করেছেন তিনি। এ ব্যাপারে জিও নিউজে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন উমর আকমল। আর এই আপিলের শুনানির জন্য একটি নিরপেক্ষ প্যানেল গঠন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেজন্য প্রধানমন্ত্রীর আইনসভা পরামর্শক আইনি দলকে নিয়োগ দিয়েছেন আকমল। প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরেও তা না জানানোর অপরাধে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বরখাস্ত হয়েছিলেন উমর। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৩ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে পিসিবির শৃঙ্খলা-নিয়ন্ত্রণ কমিটি। যদিও আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, কোনো ক্রিকেটার বাজিকরদের কু-প্রস্তাব জানাতে ব্যর্থ হলে তার পাঁচ বছরের সাজা হতে পারে।
×