ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারেও ছুটির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৯:১৫, ২৪ এপ্রিল ২০২০

শেয়ারবাজারেও ছুটির মেয়াদ বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের নেয়া সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছুটি বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এক্সচেঞ্জের সব বিভাগে ছুটি থাকবে। এ কারণে বন্ধ থাকবে লেনদেন। বৃহস্পতিবার সিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। করোনা পরিস্থিতিতে সরকার যদি আবারও সাধারণ ছুটির মেয়াদ বাড়ায়, তাহলে স্টক এক্সচেঞ্জটির ছুটিও বাড়ানো হবে। তাতে লেনদেনও বন্ধ থাকবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুসারে ১৭ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ ছাড়া সারাদেশে আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আগেই জানা গিয়েছিল, সাধারণ ছুটির মেয়াদ বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে লেনদেন বন্ধ রাখার মেয়াদও বাড়বে। অবশ্য পরে এক্সচেঞ্জটির শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও এই এক্সচেঞ্জেও ৫ মে পর্যন্ত ছুটি এবং লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
×