ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র, ইউরোপে মাস্ক দেবে এ্যাপল

প্রকাশিত: ০৭:২২, ২৮ মার্চ ২০২০

  যুক্তরাষ্ট্র, ইউরোপে মাস্ক দেবে এ্যাপল

আইটি ডট কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইউরোপে লাখো মাস্ক সরবরাহ করবে মার্কিন টেক জায়ান্ট এ্যাপল। অনুদান হিসেবেই এ্যাপলের পক্ষ থেকে মাস্কগুলো দেয়া হবে বলে জানা গেছে। করোনাভাইরাস প্রেক্ষাপটে বর্তমানে বিশ্বের অনেক দেশই চিকিৎসা সেবার সঙ্গে নিয়োজিত সব পেশাদারের হাতে তুলে দিতে পারছে না মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদি। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মাঠে নেমেছে সে ঘাটতি মেটাতে, অনেকেই বাড়িয়ে দিচ্ছে সহায়তার হাত। এবার এ্যাপলও নাম লিখিয়েছে ওই দলে। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-ও বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন। খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ২০ লাখ এন৯৫ মাস্ক আসছে যুক্তরাষ্ট্রে। তবে, মাস্কের সংখ্যা নিয়ে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানাননি এ্যাপল প্রধান টিম কুক। শুধু মাস্ক আনার খবরটি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগেজেট। করোনাভাইরাস লড়াইয়ে ফেস মাস্ক বাদেও এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে এ্যাপল। এ ছাড়াও এ্যাপ কার্ড মালিকদের বিনা সুদে মার্চ মাসের প্রদেয় বাদ দেয়ার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। কোভিড-১৯ কে হারাতে অবশ্য একা লড়ছে না এ্যাপল। লড়াইয়ে শামিল হয়েছেন এশিয়ার শীর্ষ ধনকুবের ও আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। ইউরোপ এবং এশিয়ার অনেক দেশে মাস্ক, পরীক্ষা কিট ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পাঠিয়েছেন তিনি। এদিকে, ভেন্টিলেটরের কমতি থাকায়, তা বানিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন আরেক মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক।
×